মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুস সাত্তার (৫৫) নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
এরআগে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে রোহিতা বাজারের পোস্ট অফিসের সামনে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
আব্দুস সাত্তার উপজেলার রোহিতা বাজার এলাকার মৃত নূর আলী দফাদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান জানান, আব্দুস সাত্তার নতুন বাইক কিনেছেন। ভালো ড্রাইভিং করতে পারতেন না। সকাল সাতটার দিকে বাড়ি থেকে তিনি বাইক নিয়ে বের হন। দ্রুতগতিতে বাইক নিয়ে রাজগঞ্জ-পুলেরহাট আঞ্চলিক মহাসড়কে ওঠামাত্র রাজগঞ্জগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মস্তিষ্কে আঘাত পাওয়ায় স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়।
খেদাপাড়া ক্যাম্প পুলিশের আইসি এসআই গোলাম রসুল দুর্ঘটনায় আহত আব্দুস সাত্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।