চৌগাছা (যশোর) প্রতিনিধি : চৌগাছায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন উপজেলা শাখার সদস্যরা কর্মবিরতি পালন করেছেন।
নিয়োগবিধি সংশোধনসহ চার দফা দাবিতে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কর্মবিরতি চলাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে অবস্থান করেন তারা।
ওই সময় তারা তাদের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন। এর মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণ। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা।
কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি আব্দুর রউফ, স্বাস্থ্য সহকারী সেলিনা খাতুন, তরিকুল ইসলাম, দিলারা আক্তার, রাইসুল ইসলাম, রোকনুজ্জামান প্রমুখ অংশ নেন।