পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কৃত্রিম পাসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফ্জ্জুামান তুহিন নিজ উদ্যোগ ও অর্থায়নে এসব সামগ্রী প্রদান করেন।
নিজ বাসভবনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন। প্রধান অতিথি ছিলেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, শিয়াবুদ্দিন ফিরোজ বুলু ওসি তদন্ত মোঃ আশরাফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান।
প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে নগদ অর্থ, ইয়ারফোন ও কম্বল বিতরণ করা হয়।