কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : কোটচাঁদপুর পৌর নির্বাচন সুষ্ঠু হবে কি-না তা নিয়ে ভোটদের শঙ্কার মধ্যে চাইনিজ কুড়ালসহ পুলিশ তিনজনকে আটক করেছে বলে শহরে খবর ছড়িয়ে পড়েছে। যদিও পুলিশ বিষয়টি নিয়ে মুখ খুলছেন না।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, শনিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাফদারপুর সড়কে মইদুল মিয়ার ইটভাটার সামনে একটি মোটরসাইকেলের গতিরোধ করে পুলিশ। ওই সময় মোটরসাইকেল আরোহী তিনজনের শরীর তল্লাশি করে একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। এরপর তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এই তথ্য মুহূর্তের মধ্যে শহরে প্রচার হয়।
এই বিষয়ে থানা পুলিশের সাথে যোগাযোগ করলে পুলিশস্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। যে কারণে আটক ব্যক্তিদের প্রকৃত নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া এ মূহূর্তে কিছু প্রকাশ করা সম্ভব হচ্ছে না।